আলমডাঙ্গায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ২০ সেপ্টেম্বর শনিবার দিনগত রাতে উপজেলার নান্দবার পশ্চিমপাড়ার রতনের দোকানের সামনে ও ভোগাইল বগাদী আনসারের বাড়ির সামনে থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে। তাদের নিকট থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদককারবারিরা হলেন, উপজেলার শালিকা উত্তরপাড়ার আহসান হাবিবের ছেলে রাজিব হাসান(২৮) ভোগাইল গ্রামের মাঝের পাড়ার নস্কর আলীর ছেলে নাইম ইসলাম(২৭), আসমানখালী বাদুরতলাপাড়ার শওকত আলীর ছেলে আসিফ আহম্মেদ লিজন(২৫), ভোগাইল বগাদী গ্রারে মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আসাদ সর্দ্দার(২৩) একই গ্রামের আনসার আলীর ছেলে সেন্টু আলী (৩৫), ফজলুর ছেলে মিলন (২৫)।
পুলিশের চোখে ধুলো দিয়ে তারা দীর্ঘদিন ধরে তাদের এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় উঠতি বয়সের যুবকদের নিকট বিক্রয় করে।
তাদের কারণে এলাকার উঠতি বয়সের যুব সমাজ হাতের নাগালেই পেয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। হাতের নাগালে মাদক পাওয়ায় যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হচ্ছে।
শনিবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে আসমানখালী ক্যাম্প পুলিশের এসআই ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ১৩ পিস ইয়াবা ও ১৫ পিস ট্যাপেন্টা ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে