আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজারের মেসার্স সেতু ফুড নামক প্রতিষ্ঠান ৫০ হাজার টাকা জরিমানা
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেসার্স সেতু ফুড নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ১৫ অক্টোবর দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য( ফাস্ট ফুড) প্রস্তুুত ও বাজার জাতকরণের অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষন অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ।
জানা গেছে, উপজেলার মোড়ভাঙ্গা বাজারে বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে মেসার্স সেতু ফুড নামক একটি প্রতিষ্ঠান দিয়ে বাজারে পাউরুটি, কেক, বিস্কিট, ক্রিমরোলসহ বেশ কয়েক প্রকার খাদ্য দ্রব্য( ফাস্ট ফুড) তৈরি করে বাজারে বিক্রয় করে। মেসার্স সেতু ফুড বেশ কিছুদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে এসকল ফার্স্ট ফুড প্রস্তুত করে বাজারজাত করছিলেন।
এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ রবিবার দুপুরে মেসার্স সেতু ফুডে অভিযান চালান। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে মেসার্স সেতু ফুডের মালিক বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে প্রতিষ্ঠানটি ৭ দিন বন্ধ রাখারও নির্দেশ দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে