আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মজিবর রহমান আর নেই
আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট কন্ট্রাক্টর, ইটভাটা মালিক, সুপরিচিত হার্ডওয়্যার ব্যবসায়ী ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
২৪ অক্টোবর শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মজিবর রহমান আলমডাঙ্গা অঞ্চলে একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর হাতে গড়ে উঠেছে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা এবং দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা, উপজেলা, স্থানীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
২৪ অক্টোবর শুক্রবার বিকেল ৪টার সময় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবিএম মোখছেদুল আমীন সোহাগ ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে