আলমডাঙ্গার ফরিদপুর কমিউনিটি ক্লিনিকে যুব ফোরামের উদ্যোগে স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ প্রদান
আলমডাঙ্গার ফরিদপুর কমিউনিটি ক্লিনিকে যুব ফোরামের উদ্যোগে স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ প্রদান করা হয়েছে। ২৩ জুলাই বুধবার ভিএসও বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণ প্রদান করা হয়।
যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান লিমনের সভাপতিত্বে উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগের উপদেষ্টা আজিজুর রহমান, ফরিদপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পার্বতী খাতুন।
যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ঈশান বাবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও যুব ফোরামের সদস্য বৃন্দ।