আলমডাঙ্গার পিটিআই মোড় থেকে ৪০ বস্তা চোরাই ইউরিয়া সার জব্দ: নিলামে বিক্রির উদ্দ্যোগ
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কমলাপুর পিটিআই মোড় থেকে ৪০ বস্তা পাচারকৃত চোরাই ইউরিয়া সার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন একটি আলমসাধু বোঝাই সার আটক করে কৃষি অফিসে খবর দিলে কৃষি কর্মকর্তারা সার জব্দ করে নিলামের উদ্দ্যোগ নেয়।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, সকাল ৮ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড়ে একটি আলসাধুতে ত্রিপাল দিয়ে ঢাকা সার দেখতে পাই। সন্দেহ হলে আলমসাধু চালককে জিজ্ঞাসা করলে সে জানাই গাড়িতে সার আছে ভালাইপুর নিয়ে যাচ্ছি। সারের চালন দেখতে চাইলে নেই বলে জানাই সে।
আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলমসাধু চালক সাইফুল বলেন, ভাংবাড়িয়ার তরিকুল নামে এক ব্যক্তি বাজারের একটি গোডাউন থেকে ৪০ বস্তা ইউরিয়া সার লোর্ড করে দেয়। বলে মুন্সিগঞ্জ হয়ে ভালাইপুর আসতে সেখানে কয়েকটি সারের দোকানে বিক্রি করবে বলে জানাই। তরিকুলের কথা মতো সার নিয়ে ভালাইপুর যাচ্ছিলাম। এখানে স্থানীয় লোকজন আমাকে আটক করে সার সহ।
এব্যাপারে জানাতে চাইলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমিন বলেন, সকালে সংবাদ পেয়ে আলমসাধু বোঝাই পাচার হাবার উদ্দেশ্যে নিয়ে আসা ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সার মুন্সিগঞ্জ পশুহাট বাজারের একটি গোডাউনে রাখা হয়েছে। উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগামী বৃহস্পতিবার নিলামে সার বিক্রি করে টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে