আলমডাঙ্গার নগরবোয়ালিয়ায় পান চোর স্বামী স্ত্রী আটক
হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গা নগরবোয়ালিয়া গ্রামে পান চোর স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে তুলে দেয় পান চাষী ঈমান আলী। ১৮ অক্টোবর ভোর রাতে ভাংবাড়িয়া গ্রামের ঘরজামাই দম্পত্তি পান চুরি করে হাতেনাতে ধরা পড়ে।
জানা গেছে, আলমডাঙ্গা নগরবোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে ঈমান আলী নগরবোয়ালিয়া চরের মাঠে পানের বরজ করে চাষ আবাদ করে। পানের দাম বেশি হওয়ায় মাঝে মধ্যে পান চুরি হতে থাকে। পান চুরি ঠেকাতে ঈমান আলী পান বোরজে নিয়মিত পাহারা দিতে থাকে।
১৮ অক্টোবর রাত ১১টার দিকে পানচাষী ঈমান আলীর শরীর হঠাৎ অসুস্থ হলে সে বাড়ি চলে আসে। সুযোগ সন্ধানী চোর পান চুরি করে ভেঙ্গে বাড়িতে নিয়ে সাজাতে থাকে। ভোর ৬টার দিকে ঈমান আলী পান বোরজে গিয়ে দেখতে পায় পান চুরি হয়েছে।
ঈমান আলী নগরবোলিয়া ও পাশর্^বর্তী ভাংবাড়িয়া গ্রামে পান খুঁজতে থাকে। পরে ঈমান আলী প্রতিবেশীদের সহযোগিতায় পাশর্^বর্তী ভাংবাড়ীয়া গ্রামের মৃত সাদত জোয়ার্দ্দারের মেয়ে রোজিনা খাতুন ঘরজামাই গাংনী উপজেলা ষোলটাাকা গ্রামের আত্তাহিমের ছেলে আব্দুস সালামের বাড়ি তল্লাশি করে পানসহ তাদের স্বামী স্ত্রীকে আটক করে।
আটকের পর তাদের হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই হাবিবুর রহমানের কাছে সোপর্দ করেন। আটককৃত চোর গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আত্তাহিমের ছেলে আব্দুস সালাম স্ত্রী ভাংবাড়ীয়া গ্রামের মৃত সাদত জোয়ার্দ্দারের মেয়ে রোজিনা খাতুন। আব্দুস সালাম বিয়ের পর থেকে ঘরজামাই হিসাবে ভাংবাড়ীয়া গোরস্থান পাড়ায় বসবাস করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১১ ঘন্টা আগে