আলমডাঙ্গার তালুককররা গ্রামের গাঁজাচাষী টিপু সুলতান গাঁজাগাছসহ গ্রেফতার
আলমডাঙ্গার তিওরবিলা ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তালুককররা গ্রাম থেকে ৩টি বড়গাঁজার গাছসহ গাঁজাচাষী টিপু সুলতানকে গ্রেফতার করেছে। ১১ এপ্রিল শুক্রবার দিনগত ভোররাতে তালুককররা ভাটই নদীর পাশে টিপু সুলতানের বেগুন ক্ষেতে জমিতে অভিযান চালিয়ে তাকে গাঁজাগাছসহ গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামের মুত হারুন অর রশিদের ছেলে টিপু সুলতান(৩৫)“র নামে গাঁজা চাষ করার অভিযোগ ছিল।
শুক্রবার দিনগত রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে তিওরবিলা ক্যাম্পের ইনচার্জ এসআই সুকান্ত দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা চাষী টিপু সুলতানকে গ্রেফতার করেন। তাকে সাথে নিয়ে তার বেগুন ক্ষেতের জমি থেকে ৩টি বড় গাঁজা গাছ উদ্ধার করে।
৩টি গাঁজা গাছের ওজন ১২ কেজি ২শ গ্রাম। টিপু সুলতান গাঁজা গাছ লাগিয়ে পরিচর্যা করে বড় করেছেন। টিপু সুলতানের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে