আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত
আগামী ৫ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খাসকররায় জামায়াতে ইসলামীর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার মাগরিবের নামাজ পর খাসকররা ইউনিয়ন জামায়াতের আয়োজনে দলীয় কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন জামায়াতের আমীর হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউজ্জামান মিঠু, মাওলানা জামিরুল ইসলাম, মাওলানা সমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অতিথিরা ৫ আগস্টের গণমিছিল সফল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সংগঠনের মানোন্নয়ন, সাংগঠনিক কাঠামো মজবুতকরণ এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন জুড়ে প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে