আলমডাঙ্গার ওসমানপুর গ্রামে বাড়ির সামনে জোর করে গাড়িতে গরু উঠানো ঢিবি করাকে কেন্দ্র করে মারামারি
আলমডাঙ্গার ওসমানপুর গ্রামে বাড়ির সামনে জোর করে গাড়িতে গরু উঠানো ঢিবি করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৩জন আহত হয়েছেন। ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০টার দিকে এ মারামারির ঘটনা ঘটে।
জানাগেছে, আলমডাঙ্গার ওসমানপুর বাজার কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য ইব্রাহিম হোসেন বাজারের পাশের শাজাহান মিয়ার বাড়ির সামনে গাড়িতে গরু উঠানোর জন্য জোর করে ঢিবি তৈরি করছিল। এসময় বাড়ির মালিক শাজাহান মিয়া বাধা দেন। এতে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পর শাজাহান মিয়ার ইটভাটার কিছু শ্রমিক ঘটনাস্থলে উপস্থিত হন। তারাও জোর করে ঢিবি তৈরির বাকবিতন্ডায় অংশ নেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে শ্রমিকদের ভেতর থেকে কেউ একজন ইব্রাহিমের মাথায় আঘাত করেন।
ইব্রাহিমের মাথা ফেটে যায়। এসময় ইব্রাহিমের ছোটভাই আব্দুল আলিমসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌছে শাজাহান মিয়াকে তাড়া করে। জীবন বাঁচাতে তিনি পাশের মকছেদ মাস্টারের বাড়ি ভেতর ঢুকে আশ্রয় নেন। ইব্রাহিম ও আলিম লোকবল নিয়ে ওই বাড়িতে ঢুকে শাজাহান মিয়াকে বেদম প্রহার করে বেরিয়ে আসে। এসময় শাজাহান মিয়াকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাতিজা বদরুলের স্ত্রী সনিয়া খাতুন। তারা তাকেও বেধড়ক পেটায়।
তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হারদি হাসপাতালে নিয়ে ভর্তি করে। হারদী হাসপাতাল থেকে শাজাহান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেলারেল হাসপাতালে পাঠানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে