আলমডাঙ্গার উত্তরা ট্রেডার্সের কর্তৃপক্ষ গোডাউনে জমিমানাসহ সিলগালা
আলমডাঙ্গায় উত্তরা ট্রেডার্সের কর্তৃপক্ষ গোডাউনে দীর্ঘদিন ধরে ধান মজুদ রাখার দায়ে গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে। গোডাউনে রাসায়নিক সার, চাল ও খুদ একসঙ্গে রাখায় ১৫ হাজার টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
জানা গেছে, আলমডাঙ্গার পুরাতন বাজারের উত্তরা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের গোডাউনে অভিযান চালায় উপজেলা প্রশাসনের টিম। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস মঙ্গলবার বিকেলে সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধানের গোডাউনে দীর্ঘদিন ধরে ধান মজুদ রাখায় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। এছাড়া উত্তরা টেড্রার্সের আরেকটি প্রতিষ্ঠানে চাল, রাসায়নিক সার, খুদ ও গো-খাদ্য এক সাথে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সারের সাথে রাখা চাল, খুদ ও গো-খাদ্য অন্য স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার এসআই সৈয়দ ফরহাদ আলী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১৮ ঘন্টা আগে