আলমডাঙ্গার অনুপনগরের দু ইভটিজারকে ধরে পুলিশে সোপর্দঃ শর্তসাপেক্ষে মুচলেকায় মুক্ত
আলমডাঙ্গার নিমতলা গ্রামের এক কিশোরীকে ইভটিজিং-র অপরাধে হামিদুল (১৯) ও রায়হান নামের দুজন যুবককে এলাকার লোকজন ধরে পুলিশে দেয়। পরে থানা থেকে মুচলেকা দিয়ে তাদেরকে মুক্ত করে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার নিমতলা গ্রামের এক কিশোরীকে উপজেলার অরুপনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২০) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রায়হান (২২) উত্যক্ত করে আসছিল। গত শনিবার রাতে তারা কয়েকজন নিমতলা গ্রামে গিয়ে ওই কিশোরীকে উত্যক্ত করা শুরু করে। সে সময় নিমতলা গ্রামের লোকজন তাদের ধাওয়া করে হামিদুল ইসলাম ও রায়হানকে ধরে ফেলে। তাদের পাকড়াও করে গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল রোববার তাদের আলমডাঙ্গা থানায় হাজির করা হয়।
এদিকে, আটক দুযুবক এ ঘটনার আসল অপরাধি নয় দাবী করে স্বীকারুক্তিতে বলেন, অনুপনগরের বেল্টুর ছেলে আলিফ আসল দায়ী। তিনি তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। পরে, আলিফকে আজ সোমবার থানায় হাজির করার শর্তে ইয়ামিন হোসেন নামের এক ব্যক্তি ও দু যুবকের পিতা মুসলেকা দিয়ে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে