আলমডাঙ্গায় ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুষম কাওনাইন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাবুপাড়ার আলোচিত যুবক সুষম কাওনাইনকে গ্রেফতার করেছে। ১ অক্টোবর রবিবার দুপুরে কামালপুর সড়কের গোবিন্দপুর মাঠপাড়ার জিকে ক্যানেলের ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে, আলমডাঙ্গা বাবুপাড়ার মৃত ইফতেখারুল কাওনাইনের ছেলে সুষম কাওনাইন(৩৫) দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রয়ও করে আসছিল। সে বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল নিয়ে এসে আলমডাঙ্গা এলাকায় পাইকারি বিক্রয় করছিল। রবিবার দুপুরে সুষম ট্যাপেন্টাডল ট্যাবলেটের একটি চালান নিয়ে কামালপুর হয়ে ষ্টেশনের দিকে আসছিল।
আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার ব্রিজের উপর থেকে তাকে আটক করেন। আটকের পর তার নিকট থেকে ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সুষমের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে