আলমডাঙ্গায় শামসুজ্জামান দুদুর আগমনকে ঘিরে প্রস্তুতিসভা
আলমডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর আগমনকে ঘিরে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানাপাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। শামসুজ্জামান দুদুকে ঘিরেই আলমডাঙ্গায় ধানের শীষের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। গতবার জনসমাবেশে যে ঢল দেখা গেছে, তা বিএনপির জনপ্রিয়তারই প্রমাণ।
তিনি আরও বলেন, যারা আমাদের কাঁধে ভর করে উপরে উঠেছে, তারাই এখন আমাদের ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। উপস্থিত নেতাকর্মীদের তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু খাসকররা ও জামজামি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ধানের শীষে ভোট প্রার্থনা করবেন। পরদিন ১৭ সেপ্টেম্বর তিনি ভাবাড়িয়া ও হারদী ইউনিয়নে একই কর্মসূচি পালন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শামীম রেজা ডালিম, পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
জাতীয় রাজনীতিতে শামসুজ্জামান দুদু দীর্ঘদিন ধরে বিএনপির কৌশলগত নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি শুধু নীতিনির্ধারণী অঙ্গনেই নয়, মাঠ পর্যায়ের আন্দোলনেও সক্রিয় আছেন। খুলনা ও রাজশাহী বিভাগের দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকছেন। টিভি টকশো-তে দলের পক্ষে অতুলনীয় যুক্তিতর্ক উপস্থাপন করেন।
জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাধারন সম্পাদক ও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতাকর্মিদের মধ্যে আব্দুল ওহাব মাস্টার, মইনুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল হান্নান, মইনুদ্দিন, লিয়াকত হোসেন, রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, রশিদুল ইসলাম,নওজেশ আলী, আব্দুল মজিদ, রফি উদ্দিন মেম্বার, আনিছ, ওয়াহেদ, শাহাজান ডা., আব্দুস সালাম, সিতাব আলী, ইউনুস আলী,জাকির হোসেন, যুবদলের জাহাঙ্গীর কবীর মুকুল, নাসির উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম, ঝন্টু, মুন্তাজ আলী, আব্দুস সাত্তার, মুনিয়ার, বাদল, শরিফুল মেম্বার, গাউসুল কাউনাইন সুষম, হাসানুজ্জামান, মেশকাত, শরিফুল ইসলাম, সাদ্দাম খান, ঠান্ডুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জেডএম তৌফিক খান, সোহেল রানা, পৌর গণতন্ত্র পরিষদের সভাপতি শামীম রেজা সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল হাসান সানি, যুগ্ম আহবায়ক লিটন, সদস্য সবুজ মিয়া, কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম আহবায়ক সুমন, হারদী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আল সাবা, পৌর ছাত্রদলের জাহিদ, অনিক, রাসেল, সাব্বির, জিহাদ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে