আলমডাঙ্গায় শত্রুতার বলি হল সবজিক্ষেত
আলমডাঙ্গা শহরের ফায়ার সার্ভিস ষ্টেশনের পেছনের সবজিক্ষেতের বেগুন, ঝিঙে ও লাউক্ষেত উপড়ে দিয়েছে ক্যানেলপাড়ার গাফফার ও দিলু গং।
জানা গেছে, আনন্দধাম এলাকার ফায়ার সার্ভিস ষ্টেশনের কাছে নজরুল মিয়ার রাইস মিল। মিলের চাতালে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে ক্যানেলপাড়ার গাফফার ও দিলুসহ বেশ কিছু ছেলে। খেলার সময় মিলের কিছু সরঞ্জাম ভেঙ্গে ফেলে।
বেশ কিছু খোয়া যায়। এক পর্যায়ে নজরুল মিয়া চাতালে খেলতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফায়ার সার্ভিসের পেছনে অবস্থিত নজরুল মিয়ার তিন কাঠা জমির বেগুন, ঝিঙ ও লাউসহ সবজিক্ষেত তুলে ফেলেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
২২ ঘন্টা আগে