আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী বৃষ্টি খাতুন গ্রেফতার
আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ষ্টেশনপাড়ার মাদক সম্রাজ্ঞী বৃষ্টি খাতুনকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করেছে ৮৬ পিস বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট। ২৫ আগস্ট সোমবার রাতে ষ্টেশন পাড়ার পিকু মন্ডলের বাড়ির পাশের পুকুরপাড়া থেকে তাকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকা এক সময় মাদকের অভয়ারেন্য ছিল । কয়েক বছর ভাল থাকলেও আবারও ষ্টেশন এলাকায় মাদক ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। বেশ কয়েকজন নারী মাদক ব্যবসায়ী চায়ের দোকান দিয়েছে রেল ষ্টেশনের এপার উপার। তারা চায়ের দোকানের আড়ালে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। মাদক সেবীরা এসকল দোকান থেকে খুব সহজে মাদক ক্রয় করতে পারে। এলাকাবাসির অনেকে রেল ষ্টেশনের চায়ের দোকান গুলো তুলে দেওয়ার দাবী জানিয়েছে প্রশাসনের নিকট। তারা আরও জানান, ষ্টেশন এলাকার চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসার কারলে উঠতি বয়সের যুব সমাজ মাদক সেবনের সুযোগ পাচ্ছে।
তারা সহজেই মাদক কিনতে পারছে। ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্প ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ষ্টেশনপাড়ার পিকু মন্ডলের স্ত্রী মাদক সম্রাজ্ঞী বৃষ্টি খাতুন (৩১)কে ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। বৃষ্টি খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার মাদকসহ গ্রেফতারও হয়েছে। সে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসা শুরু করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা শহরের অনেকে জানিয়ে রেল ষ্টেশনের মাদক ব্যবসা নিয়ন্ত্রন করতে না পারলে শহরে চুরি ছিনতাই বেড়ে যাবে। মাদকের টাকা জোগাড় করতে মাদক সেবীরা ছুরি ছিনতাই করে থাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে