আলমডাঙ্গায় যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়া এলাকায় একটি টংঘর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
আটক যুবকের নাম লিকন হাসান হিরক (২৬)। তিনি মৃত তাঁরাচাদ শেখের ছেলে।
আলমডাঙ্গার হারদীর বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প'র অফিসার ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে তার টংঘর থেকে একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল ও একটি ভিভো স্মার্টফোন উদ্ধার করা হয়। ক্যাপ্টেন তোফাজ্জেল হকের নির্দেশে উদ্ধারকৃত আলামত এসআই (নিঃ) মো. তাইজুল ইসলাম জব্দ তালিকা মূলে জব্দ করেন।
ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে