আলমডাঙ্গায় মাওলানা শাফায়েত-উল-ইসলাম ও সাংবাদিক মুকুলের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় দু'য়া মাহফিল
আলমডাঙ্গার সর্বজন শ্রদ্ধেয় ও বিজ্ঞ আলেম মাওলানা শাফায়েত-উল-ইসলাম হিরো, সাংবাদিক রহমান মুকুলের বড় ভাই জীবন বীমা কর্পোরেশনের চুয়াডাঙ্গা ব্যবস্থাপক আমজাদ হোসেন এবং বড় বোন আঞ্জুমান আরা বেগমের দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দু'য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বাদ এশা আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাংবাদিক রহমান মুকুল, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, সমাজকর্মী শরিফুল ইসলাম পিন্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সম্পাদক হামিদুল ইসলাম আজম, প্রভাষক মোস্তাফিজুর রহমান তাসলিম,
উপজেলা প্রেসক্লাবের সম্পাদক নাজমুল ইসলাম শাওন, সাংবাদিক আতিক বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকনসহ আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।
দুয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইলিয়াস আব্দুল্লাহ। তিনি অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা, পরিবারের শান্তি এবং সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে দু'আ-র অনুরোধ জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে