আলমডাঙ্গায় পুলিশের যৌথ অভিযানে প্রবাসীর বাড়ি থেকে ওয়ান শুটার গান উদ্ধার
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রবাসীর বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। রবিবার দিনগত রাতের ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার হারদী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত একটি যৌথ দল এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন হারদী আর্মি ক্যাম্প।
অভিযানটি চালানো হয় আলমডাঙ্গা থানার বেলগাছি গ্রামের বাসিন্দা প্রবাসী শামীম রেজা (৩৫)-র বাড়িতে। তিনি বেলগাছি মন্ডলপাড়ার রায়হান জোয়াদ্দারের ছেলে। অভিযানের সময় তার বাড়ি থেকে ০১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে শামীম রেজা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা অস্ত্রটি আইনগত প্রক্রিয়ার জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন,“ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনার পর এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে