আলমডাঙ্গায় ধানের শীষের প্রচারণা করছেন উপজেলা বিএনপি নেতা শেখ সাইফুল ইসলাম
আলমডাঙ্গায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রচারণা করছেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম। ২১ অক্টোবর তিনি, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের সকলপাড়া ও মহল্লায় নেতা কর্মিদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন।এসময় তিনি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেটও বিতরণ করেন।
শেখ সাইফুল ইসলাম বলেন, বিএনপির ১৬ বছরের লড়াই সফল হওয়ার পথে রয়েছে । আগামী ফেব্রুয়াতেই নির্বাচন হবে বলে আমরা আশা করি। ধানের শীষের পক্ষে আমরা প্রচারে নেমেছি। দল মনোনয়ন যাকেই দিক, ধানের শীষের পক্ষে আমরা ভোট চাইব। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা সিতাব আলী মন্ডল, শওকত আলী, জাহাঙ্গীর কবীর মুকুল, সমসের আলী, চিনির উদ্দিন,আসমত উল্লাহ, হাসানুজ্জামান, মুক্তার আলী, যুব নেতা সাদ্দাম খান, মনা, জামির, মিশকাত, হাসান, বজলু, সাহেব আলী, বাহা উদ্দিন, তাহের, বাবলু, আ: আলিম,আমিরুল, ফরজ আলী প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে