আলমডাঙ্গায় চোরাই মালামালসহ ৩ চোর গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ ৩ চোরকে গ্রেফতার করেছে। ২২ নভেম্বর উপজেলার জেহালা বাজারের মামুন হোসেনের ভাংগাড়ীর দোকানের সামনে থেকে চোরাই মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, চুয়াডাঙ্গা উপজেলার দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মৃত কাতর আলীর ছেলে একাধিক মামলার আসামী আশিক(৩০), একই উপজেলার সুমুরদিয়া গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে রমজান আলী (২৭) ও আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শ্রী সুবেন্দ্র কুমার সাহার ছেলে শ্রী শুভ সাহা(৩০) বিভিন্ন বাসাবাড়িতে, দোকানে চুরি, ছিনতাই করে বেড়ায়।
তাদের বিরুদ্ধে ইতোপূর্বে চুরিসহ নানা অভিযোগ রয়েছে। বুধবার সকালে উপজেলার জেহালা বাজারে মামুনের ভাংগাড়ীর দোকানের সামনে চোরাই মালামাল নিয়ে বেচায় উদ্দেশ্যে দাড়িয়ে আছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের ৩জনকে চোরাই মালামালসহ গ্রেফতার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
২২ ঘন্টা আগে