আলমডাঙ্গায় ইজিবাইক চাপায় মাদ্রাসার শিশু শ্রেনীর ছাত্রীর মৃত্যু
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইক চাপায় মাদ্রাসার শিশু শ্রেনীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ১৮ অক্টোবর বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার সময় বাড়ির সামনে থেকে গুরুতর আহত হওয়া ওই শিশুকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছত্রপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে আফিয়া সুলতানা মিম (৫) গ্রামের নুরানি মাদ্রাসায় শিশু শ্রেনীতে ভর্তি হয়েছিল। গতকাল দুপুরে মাদ্রাসা থেকে ফেরার সময় বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল মিম। এসময় একই গ্রামের চান্দু মিয়া ওই রাস্তা দিয়ে ইজিবাইক চালিয়ে যাচ্ছিলেন। চান্দু মিয়ার ইজিবাইক ছোট্ট মিমকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন মিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিমের মৃত্যুর সংবাদ গ্রামে পৌছলে তার পরিবারসহ পুরো গ্রামবাসি শোকাচ্ছন্ন হয়ে পড়ে। শিশুর এই অনাকাঙ্কিত মৃত্যু ইজিবাইক চালক চান্দু মিয়ার হৃদয়ও মেনে নিতে পারেনি। তিনি মিমের মৃত্যু সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েন। মিমের লাশ গ্রামে আনা হয়। ইজিবাইক চালক গুরুতর অসুস্থ চান্দু মিয়াকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
২৩ ঘন্টা আগে