আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসন মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবু সাঈদ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা,সিডিপির জেলা সমন্বয়কারী জনপ্রবঞ্জন বিশ্বাস, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন মীর দানিয়েল হোসেনের সঞ্চালনায় দুই শতাধিক মহিলারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।