আনন্দঘন পরিবেশে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশ ও জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে প্রেসক্লাবের এমন জাঁকজমকপূর্ণ নির্বাচন আলমডাঙ্গার মানুষ দেখেনি। নির্বাচনী আমেজে সকাল থেকেই উপজেলা প্রেসক্লাব অস্থায়ী প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। প্রার্থীরা ব্যানার, ফেস্টুন ও সাদাকালো পোস্টারে নির্বাচনী কেন্দ্র আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাজিয়ে তোলে আকর্ষণীয় রূপে। নির্বাচনে সভাপতি নাহিদ হাসান, সাধারন সম্পাদক নাজমুল হক শাওন ও দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রার্থীদের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা ও প্রচার-প্রচারণায় সাংবাদিক সমাজে তৈরি হয় চাঞ্চল্য ও আগ্রহ। পোস্টার, ব্যানার ও লিফলেটের মাধ্যমে প্রতিটি প্রার্থী তাদের লক্ষ্য ও প্রতিশ্রæতি তুলে ধরেন। এতে করে ভোটারদের মাঝে তৈরি হয় এক ধরনের উৎসাহ ও প্রত্যাশা।
আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের ভোটার সংখ্যা ৩১ জন। আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে প্রদ্ব›িদ্বতা করেছেন সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ২জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৩ জন, ক্যাশিয়ার পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ধর্ম সম্পাদক পদে ১ জন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১ জন, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটাররা সারিবদ্ধভাবে লাইন ধরে দায়িত্বশীলভাবে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তারা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন।
নির্বাচন ঘিরে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী কেন্দ্র পরিণত হয় এক মিলনমেলায়।
নির্বাচন শেষে দুপুরেই গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে নাহিদ হাসান দোয়াত কলম প্রতীকে ১৭ ভোটপেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ইউনুস আলী মন্ডল ছাতা প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। সহসভাপতি পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সাইফুল হুদা (সোহেল হুদা) ও আব্দুল্লাহ হক নির্বাচিত হয়েছে। সাধারন সম্পাদক পদে নাজমুল হক শাওন আনারস প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আল-আমিন হোসেন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে সাইফুল ইসলাম অনিক খেজুরগাছ প্রতীকে ২০ ভোট ও হোসেল তামজীদ গোলাপ ফুল প্রতীকে ১৬ ভোট পেয়ে দ্বৈতভাবে নির্বাচিত হয়েছে এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আরিফুল ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। ক্যাশিয়ার পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় মোহাম্মদ শরীফ নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু আহমেদ মোরগ প্রতীকে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রাশেদুজ্জামান মই প্রতীকে পেয়েছেন ১২ ভোট। দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম রোকন কলম প্রতীকে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সাইদুল ইসলাম টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১২ ভোট। ধর্ম সম্পাদক পদে ইখলাচ উদ্দিন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরে কাজী ফারুক আহাম্মদ সোহাগ বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছে। ক্রীড়া সম্পাদক পদে রিপন আলী ফুটবল প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শেখ মহিদুল ইসলাম হরিণ প্রতীকে পেয়েছেন। প্রচার সম্পাদক পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় মীর রোকনুজ্জামান নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে সেলিম রেজা কাপ পিরিচ প্রতীকে ২৪ ভোট, আরিফুল ইসলাম টেবিল প্রতীকে ২৩ ভোট ও খোন্দকার সালাহউদ্দিন বাল্ব প্রতীকে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাদের নিকট তম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সজিব হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৫ ভোট।
নির্বাচনী কেন্দ্র পরির্দশন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার কৃতী সন্তান হেমায়েত উল্লাহ বেল্টু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গায় প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক মাথাভাঙ্গা প্রতিনিধি রহমান মুকুল,উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক (দপ্তর) আব্দুল্লাহ আল মামুন রানা, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিভাগের সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, বাংলাদেশ বেতার ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, সময় টিভির রিপোর্টার মাহফুজ মামুন, বিজয় টিভির প্রতিনিধি পলাশ আহমেদ, মাথাভাঙ্গার প্রতিনিধি আলম আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি মেহেরাব্বীন সানভী।
আলমডাঙ্গার উপজলো প্রসেক্লাব নবনর্বিাচতি সকল সাংবাদকি বন্ধু দরে অভনিন্দন ও শুভচ্ছো জানয়িছেনে ভালাইপুর সাংবাদকি ইউনটিরে সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক শাহরয়িার লন্টু, যুগ্ন সাধারন সম্পাদক সুমন রজো, কোষাধ্যক্ষ শরফিুল ইসলাম ও দপ্তর সম্পাদক হুমায়ন আহম্মদে, নর্বিাহী সদস্য জাহদি হাসান প্রমুখ।
আলমডাঙ্গার উপজলো প্রসেক্লাব নবনর্বিাচতি সকল সাংবাদকি বন্ধু দরে অভনিন্দন ও শুভচ্ছো জানয়িছেনে ভালাইপুর সাংবাদকি ইউনটিরে সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক শাহরয়িার লন্টু, যুগ্ন সাধারন সম্পাদক সুমন রজো, কোষাধ্যক্ষ শরফিুল ইসলাম ও দপ্তর সম্পাদক হুমায়ন আহম্মদে, নর্বিাহী সদস্য জাহদি হাসান প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারি রিটারনিং অফিসার সাবেক ব্যাংক শহিদুল ইসলাম ও এ্যাড একরামুল হক, প্রিজাইডিং অফিসার সহকারি অধ্যাপক একেএম ফারুক হোসেন। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশ।
জয়ী প্রার্থীদের পক্ষ থেকে ভক্ত-সমর্থকদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দ। অপরদিকে পরাজিত প্রার্থীরাও গণতান্ত্রিক চেতনায় প্রতিদ্ব›িদ্বতাকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের এ দ্বি-বার্ষিক নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার এক অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।