আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থি হিসেবে পুনরায় নৌকা প্রতিক পেলেন হাসান কাদির গনু
সকল জল্পনা-গুজবের অবসান ঘটিয়ে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থি হিসেবে মনোনয়ন (নৌকা প্রতিক ) পেলেন তিন তিনবারের নির্বাচিত মেয়র হাসান কাদির গনু। তিনি আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশি ৬ জনের মধ্যে তাকে দলীয় প্রার্থি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
১৩ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রির সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামি ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, সন্ধ্যার পর এ সংবাদ শোনার পর দলীয় নেতা-কর্মি ও সমর্থক-শুভাকাঙ্খিরা তাকে অভিনন্দন জানাতে থাকে। অন্যদিকে, দলীয় মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় হাসান কাদির গনু বলেন, মানুষের আন্তরিক ভালবাসা ও দোয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রি এবারও আমাকে মনোনয়ন দিয়েছেন। সকলের ভালবাসা আর দোয়া নিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাব। দলীয় মনোনয়ন পাওয়ায় আমার প্রিয়তম আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠণের নেতা-কর্মিদের প্রতি এই শুভক্ষণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার উন্নয়নের রূপকার সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে