অপচিকিৎসার অভিযোগে আঠারোখাদার জামাল কবিরাজ গ্রেফতার
আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামের জামাল কবিরাজের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগে থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। চিকিৎসার নামে ৬ মাস ধরে এক মহিলাকে পানিপড়া ও গাছড়া খাওয়ানোর পর ওই মহিলা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এমন অভিযোগ তুলে থানায় মামলা করা হলে পুলিশ তাকে আটক করে।
লিখিত অভিযোগসূত্রে জানা যায়, আঠারোখাদা গ্রামের মৃত রহিম শেখের ছেলে জামাল কবিরাজের পোলতাডাঙ্গা বাজারে ফার্মেসীর দোকান আছে। তিনি কবিরাজ হিসেবে এলাকায় পরিচিত। ভাংবাড়িয়া গ্রামের বাদশা মন্ডলের স্ত্রী ছায়েরা খাতুন (৪৬) মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে জামাল কবিরাজ তাকে সুস্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসা শুরু করেন। প্রায় ৬ মাস ধরে তিনি উপর্যূপরি পানিপড়া ও গাছগাছড়া খাওয়ান।
এক পর্যায়ে ওই মহিলা এখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। বিষয়টি কবিরাজকে পরিবারের অওক্ষ থেকে জানালে তিনি উল্টো হুমকি ধামকি দিয়েছেন। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন মহিলার মেয়ে সোনিয়া খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে