২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে আলমডাঙ্গা ভাংবাড়িয়ার ইকরামুলের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১০, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় গিয়ে করোনাভাইরাসে জীবন হারালেন ভাংবাড়িয়ার ইকরামুল হক। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে স্থানীয় সময় রাত ২টার সময় কেলাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মৃত্যু বরণ করে। মৃত্যু কারে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে ইকরামুল হক গত ৭ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে পানি পথে মালয়েশিয়াতে যান। মালয়েমিয়াতে গিয়ে বৈধ কাগজ করতে না পেরে ৭ বছর ধরে অবৈধভাবে সেখানে কাজ করতেন। কাজ করতে না পারায় বাড়িতেও আসতে পারিনি। আর একবার বাড়িতে আসলে আর যেতে পারবে না। ইকরামুল কেলাং শহরে কনস্ট্রাকশনের কাজ করতেন।

গত ৭ই সেপ্টেম্বর করোণা টিকা গ্রহণ করার পরে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রবাসী বন্ধুরা তাকে কেলাং হাসপাতাল ভর্তি করে। পরদিন তার অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করার করে হাসপাতাল কর্তৃপক্ষ। একদিন পর ৯ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়। তার লাশ কেলাং হাসপাতলে হিমঘরে রাখা আছে। মালয়েশিয়ায় ইকরামুলের বৈধ কাগজপত্র না থাকার কারণে তার লাশ বাংলাদেশে নিয়ে এসে দাফন সম্পন্ন হবে বলে জানা যায়। ইকরামুলের বাড়ি ভাংবাড়িয়া হলেও অনেক আগে থেকেই সে হাটবোয়ালিয়াতে বসবাস করতেন। এলাকার মানুষের নিকট ইকরাম মেকার বলেই পরিচিত। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ওএক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram