২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে কুমারীর এনআরবি ব্রিকস-এ ৪টি বোমার বিষ্ফোরণঃ ১টি অবিষ্ফোরিত বোমা উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৬, ২০২০
23
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চাঁদার দাবিতে আলমডাঙ্গার কুমারী গ্রামের এন আর বি ব্রিকস-এ ৩টি বোমা হামলা চালিয়েছে। মোট ৪টি বোমা চার্জ করলেও ৩টি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। অপরটি অবিষ্ফোরিত অবস্থায় ইটভাটা থেকে পুলিশ উদ্ধার করেছে।


এন আর বি ব্রিকস-এ কর্মরত শ্রমিকরা জানান, গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে পর পর ৩টি বোমার বিষ্ফোরণ ঘটে। বোমা বিষ্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে ইটভাটাস্থল। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন শ্রমিকরা। সকালে উঠে আরেকটি অবিষ্ফোরিত বোমা পড়ে থাকতে দেখতে পান তারা। পরে পুলিশ অবিষ্ফোরিত বোমাটিসহ বিষ্ফোরিত বোমা ৩টির নমুনা সংগ্রহ করে।
এন আর বি ব্রিকস’র মালিক আবু মুসা হক জানান, বেশ কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তি তার মোবাইলফোনে রিং দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এরই এক পর্যায়ে চাঁদাবাজরা উপর্যুপরি এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটায়।


আলমডাঙ্গা থানার অভিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অবিষ্ফোরিত একটি ককটেল ও বিষ্ফোরিত ককটেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। চাঁদার দাবিতে চাঁদাবাজচক্র এ ঘটনা ঘটিয়েছে। চাঁদাবাজদের চিহ্নিত করে গ্রেফতারের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।


প্রসঙ্গত, ইতোপূর্বে ২০১৩ সালে চাঁদার দাবিতে এই ইটভাটায় কর্মরত পাবনার এক শ্রমিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসিরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram