২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসির অনুরোধের পরও ঝিনাইদহে এমপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার লিখিত অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৩, ২০২২
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- নির্বাচন কমিশনের অনুরোধের পরও ঝিনাইদহের সংসদ সদস্য মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার লিখিত অভিযোগের ভিত্তিতে এক চিঠিতে তাকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানায় নির্বাচন কমিশন।

কিন্তু সেই অনুরোধ না মেনেই সভা-সমাবেশ করে যাচ্ছেন তিনি। জানা গেছে, শনিবার সন্ধ্যায়ও তিনি শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে নৌকার পক্ষে একসঙ্গে কাজ করার আহŸান জানান। নির্বাচনী মাঠে তার এমন প্রভাবের ফলে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও তার সমর্থকরা আতঙ্কে রয়েছেন। পঞ্চম ধাপে ৫ জানুয়ারি জেলার শৈলকুপায় ১২ ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১২ ডিসেম্বর শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই নির্বাচনী বিধি লঙ্ঘন করে তাঁর প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোক্তার হোসেন মৃধার পক্ষে সভা-সমাবেশ করছেন। যদিও আবেদনের পরদিনই সাংসদ আবারও সমাবেশ করেন। সমাবেশে সাংসদ নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহŸান জানান।

মো. হেলাল উদ্দিন বলেন, ‘এই নির্বাচনে সংসদ সদস্য আবদুল হাই বর্ধিত সভার নামে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। একজন সংসদ সদস্য কখনোই এভাবে নৌকার পক্ষে ভোট চাইতে পারেন না।’ তবে অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য আবদুল হাইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram