২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ দু’গ্রুপের সংঘর্ষের পর অবশেষে ঝিনাইদহ পৌর শিশুপার্কে ভবন নির্মাণ কাজ বন্ধ করল প্রশাসন

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২০
41
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার পাবলিক পার্কের (শিশুপার্ক) মাঠে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রবিবার ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান উপস্থিত হয়ে নির্মাণ কাজের বন্ধের নির্দেশ দিয়ে আসেন।

গত বছর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) হাইকোর্টে একটি রীট আবেদন করে। শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা আদেশের পর কিছুদিন কাজ বন্ধ রাখলেও নতুন করে টিনশেড দিয়ে ঘিরে আবারো পৌর কর্তৃপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় গত ২০ আগষ্ট রীটকারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ঝিনাইদহ শিশু পার্ক সংরক্ষণে আদালতের আদেশ এবং মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা শহরের ফুড সাফারী মিলনায়নের আয়োজন করে। সভা শেষে রুম থেকে বের হওয়ার সময় জেলা আওয়ামী লীগের এক গ্রুপ উত্তেজিত হয়ে পবিবেশ আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এরমধ্যে দুই আন্দোলনকারীর আহত হয়েছে।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগ দু’গ্রুপ পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে পড়ে। ওই সময় জেলা ছাত্রলীগ নেতাসহ ৫জন আহত হয়। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান আওয়ামী লীগের দু'গ্রুপকে তার কার্যালয়ে ডেকে মীমাংসা করে দেয়। কিন্তু সব রকম নির্দেশ উপেক্ষা করেও নির্মাণ কাজ চলমান ছিল বলে জানা গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram