১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন চুয়াডাঙ্গার সন্তান জাহাঙ্গীর হোসেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৫, ২০২০
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হলেন চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।


জানা যায়, নীলমণিগঞ্জের আবুল কাশেমের ছেলে প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৯৩ সালে অনার্স ও ১৯৯৪ সালে মাস্টার্স পাশ করেন। পরে ১৯৯৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন।


বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন প্রক্টর। এই গুরু দায়িত্ব সফলভাবে পালনের জন্য তিনি সকলের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram