মেহেরপুরে ফেন্সিডিল রাখার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি \ ফেন্সিডিল রাখার অপরাধে আব্বাস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর জেলা আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আব্বাস আলী মেহেরপুরের গাংনী উপজেলার গরীবপুর গ্রামের নুরুল হকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ অক্টোবর গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের এস আই মকবুল হোসেনের নেতৃত্বে গরিবপুর গ্রামের আব্বাস আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ওই ঘটনায় ১৯৯০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ)/১৯ (৪) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৭, জি আর কেস নং ২৮৭/১৮, সেশন কেস নং ৭৬/১৯, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে ২০১৮ সালের ১১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এতে আসামি আব্বাস আলী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট কামরুল হাসান কৌশলী ছিলেন।