ঝিনাইদহে উইমেন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৮, ২০২১
184
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

ছবি :
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে নারীদের সংগঠন উইমেন্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শহরের পায়রা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহরের প্রান্তিক শিশু পল্লীতে আয়োজন করা হয়। আলোচনা সভার। এতে সংগঠনটির সভাপতি আফসানা আক্তার শিউলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন সেতু, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে দুস্থ নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ, নারী জাগরণের বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা প্রদাণ করা হয়। পরে নেতৃবৃন্দ শপথবাক্য পাঠ করেন।












