চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে সোহেল রানা (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানায়, সোহেল রানা একজন মানসিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর থেকে সে অসুস্থ। তারপর থেকে মুক্তারপর গ্রামের মামা মিন্টু মিয়ার বাড়িতেই ছিলো সে। আজ সকালে চায়ের দোকানে বসেছিল সে। একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৪৮১) আসতে দেখে তার নিচে ঝাঁপ দেয় সোহেল। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। ট্রাক চালকের কোন অপরাধ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।