গাংনীতে ঘুমের ঔষধ সেবনে যুবকের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৮, ২০২১
194
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ঘুমের ঔষধ সেবন করে মামুন হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় গাংনী হাসপাতালে তার মৃত্যু হয়। মামুন হোসেন উপজেলার কাজিপুর বুড়িপুতা পাড়ার মোজাম আলীর ছেলে।
মামুনের খালা সানোয়ারা খাতুন বলেন,মামুন কিছুদিন মালেশিয়ায় ছিলো সেখান থেকে কিছু আগে বাড়ি আসার পর মাথায় সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পরও কোন উন্নত হয়নি। রবিবার বিকালে মামুন ঔষধ সেবন করার পর ঘুরে ঘুমিয়ে ছিলো সকালে ঘরের বাইরে থেকে ডাকাডাকি করেও ঘুম থেকে না ওঠাই তার কাছে গেলে শারীরিক অবস্থা খারাপ দেখে গাংনী হাসপাতালে নেয়া হয়।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিডি দাশ পিকলু জানান,মামুনকে অসুস্থ অবস্থায় গাংনী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তার পেট ওয়াস করার পরপরই তার মৃত্যু হয়।