মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৮, ২০২১
150
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
মেহেরপুর প্রতিনিধি । মেহেরপুর পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার প্রাঙ্গন থেকে প্রধান অতিথি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি র্যালি বের হয়।
র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হোটেল বাজার মোড় হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব , আলপনা খাতুন প্রমূখ।
এসময় শতশত মহিলারা উপস্থিত ছিলেন। সহযোগতায় ছিলো তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নকরন প্রকল্প ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।