ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা
হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক বর্নাঢ্য পূনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
পূনর্মিলনী অনুষ্ঠান ভাংবাড়ীয়া কুটুম বাড়ি পার্কে অনুষ্ঠিত হয়। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুজ্জামান ভুলুর সহযোদ্ধাগন মুজিব বাহিনীর যুদ্ধ কালীন কমান্ডার কাজী কামালের সহযোদ্ধাগন এবং আলমডাঙ্গা গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃহান্নানের সহযোদ্ধারা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল হক। বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়বউদ্দীন,বীর মুক্তি যোদ্ধা আবেছ উদ্দীন,বীর মুক্তি যোদ্ধা মুক্তার আলী,, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুছদ্দিন মুহুরী,বীর মুক্তি যোদ্ধা মমতাজ উদ্দীন,সহ ৫০জন মুক্তি যোদ্ধা। অনুষ্ঠানে স্মৃতি চারন আহবায়ক কমিটি গঠন মুক্তি যোদ্ধা ফলক স্হাপন বিষয়ে সিদ্ধান্ত হয়।