গাংনী থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধিঃ বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টায় গাংনী থানা চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার ওসি বজলুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সাবেক সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাথুলী ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,
সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা,সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহন সহ সরকারী কর্মকর্তা,রাজনৈতিক ও জনপ্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।