৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৬, ২০২১
105
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সুনামি সতর্কতার জারির পর নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলও নিরাপদে আছে বলে জানা গেছে।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ভূমিকম্পটি শুক্রবারের ভূমিকম্পের তুলনায় ছোট। এর আগে গত শুক্রবার নিউজিল্যান্ডের পূর্ব শহর গিসবর্নের কেন্দ্রে কারমাদেক দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়।

সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবারের ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলীয় শহর গিসবোর্ন হয়ে ভূমিকম্পটি উপকূলে আঘাত হানে। স্থানীয় সময় শনিবার দুপুর সোয়া একটায় অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল গিসবোর্ন শহর থেকে থেকে ১৮১ কিমি উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, শনিবারের ওই ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার।

প্রথম ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করে নেয়ার কিছুক্ষণের মধ্যে শুক্রবার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ফের সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

ভূমিকম্পের কেন্দ্র থেকে অনেক দূরে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান। টাইগাররা এখন রয়েছে ক্রাইস্টচার্চে। সেখান থেকে গিসবোর্নের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার।’

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram