মহেশপুর সীমান্তে সাড়ে ৪’শত বোতল মদ ও ফেন্সিডিল আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৫, ২০২১
185
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কুসুমপুর, মাটিল, নিমতলা ও মাধবখালী বিওপির টহল দল সীমান্তের শূন্য লাইন হতে মালিক বিহীন ১২৬ বোতল মদ ও ৩২০ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ১১টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি জানান, বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তের কুসুমপুর বিওপি পিপুলবাড়িয়া গ্রামের মাঠের মধ্যে হতে ২৭ বোতল, নিমতলা বিওপি শিংনগর গ্রামের মাঠের মধ্যে হতে ৪৯ বোতল ও মাধবখালী গ্রামের মাঠের মধ্যে হতে ৫০ বোতল ভারতীয় মদ ও কানাইডাংগা গ্রামের মাঠের মধ্যে হতে ৩২০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিক বিহীন মোট ৪২৬ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মদ আটক করে।