আলমডাঙ্গা পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা মটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক জখম
আলমডাঙ্গা পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা মটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন। ৪ মার্চ রাত ১০ টার দিকে আনন্দধাম সড়কের ইলিয়াসের ওধুষের দোকানের সামনে দ্রæত গতিতে একটি মটর সাইকেল এসে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, সন্ধ্যার পর নিজস্ব কাজে গোবিন্দুপর গ্রামের মুত মকবুল হোসেনের ছেলে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা পাঁচলিয়া গ্রামের চান্দুকে সাথে নিয়ে আনন্দধাম এলাকায় যান । কাজ শেষে করে রাত ১০ টার দিকে ফেরার পথে ইলিয়াসের ওধুষের দোকানের সামনে চান্দু মটর সাইকেল স্টার্ট দিয়ে রাস্তায় উঠে।
আলমডাঙ্গা বাজার থেকে বিয়ের মার্কেট করে কালিদাসপুর ইউনিয়নের পার আলমডাঙ্গা গ্রামের রবজেল আলী ছেলে প্রবাসী আলামিন দ্রুত গতিতে মটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল।
চান্দু মটর সাইকেল স্টার্ট দিয়ে রেজাউল হক তবাকে পিছনে নিয়ে রাস্তার উঠার সাথে সাথে আলামিন দ্রæত গতিতে ধাক্কা দেয়। এসময় রেজাউল হক তবা মটর সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও চোয়ালে আঘাত পেয়ে রক্তাত্ব জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে পপুলার মেডিকেল সেন্টারে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রেজাউল হক তবাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফার করেছে