আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী অরুণের স্ত্রী স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন
আলমডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণের স্ত্রী সাবিনা রহমান সীমা স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে তাকে আলমডাঙ্গার স্থানীয় এক ক্লিনিকে ও পরে কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে রাত ২টা ৪০ মিনিটে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ২টার দিকে জানাযা শেষে লাশ আলমডাঙ্গা দারুস সালাম গোরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমার মৃত্যু সংবাদ পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাস খান, ্উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, মাহমুদুল হাসান চঞ্চল, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সম্পাদকের মধ্যে জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা উপস্থিত হন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।