গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার সময় গাংনী সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা,সংস্থার হিসাব রক্ষক ফরহাদ আলী খান,গাংনী প্রেসক্লাবের সহ-সভাপতি মজনুর রহমান আকাশ। এছাড়া বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের গঠনমূলক উত্তর দেন এবং বলেন একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ বন্ধ এবং সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মানছুরা মুক্তা,প্র শিক্ষক নাসরিন সুলতানা, সংস্থার সহকারী হিসাব রক্ষক সাবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, সাংবাদিক সাহাজুল সাজু ও আক্তারুজ্জামান, রাকিবুল ইসলাম কবি ইজাজ উদ্দিন ছোটন প্রমুখ।