চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১, ২০২১
106
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
“ মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হবে সবার” এ ¯স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল সোয়া ১১টার দিকে এ উপলক্ষে জীবন বীমা কর্পোরেশন আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে জীবন বীমা কর্পোরেশন অফিস চত্তরে নানা রকম ব্যানার ও ফেস্টুন নিয়ে বেশ কিছু সময় অবস্থান করেন।
পরে জীবন বীমা কর্পোরেশন অফিসে জেলা শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেনের সভাতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা (অব ক্যাপ্টেন) শামসুদ্দিন, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন অফিসার মোখলেচুর রহমান, নুরুল ইসলাম, বিশ্ব রঞ্জন চৌধুরীসহ বীমা প্রতিনিধি ও অর্ধশত গ্রাহক।
আলোচনা সভা শেষে অ্যাড. শামসুজ্জোহার পেনশন বীমার চেক হস্তান্তর করা হয়।