ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৭৫ বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে ভষ্মিভুতঃ প্রায় ৪ কোটি টাকা ক্ষতি
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১, ২০২১
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে ৪৫ জন কৃষকের প্রায় ৭৫ বিঘা জমির পানবরজ। রোববার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার শিতলী গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেলে হঠাৎ করে শীতলী গ্রামের মাঠের পানবরজে আগুন দেখতে পায় এলাকাবাসী। আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে হরিণাকুন্ডু ও ঝিনাইদ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে পুড়ে যায় ওই গ্রামের ৪৫ জন কৃষকের ৭৫ বিঘা জমির পানবরজ। এতে প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।