চুয়াডাঙ্গা দামুড়হুদায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীর লাঠির আঘাতে আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে ময়না তদন্তের জন্য। শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত নুরজাহান খাতুন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের জাহান আলীর স্ত্রী।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জাহান আলীর সাথে স্ত্রী নুরজাহান খাতুনের বিবাদ হয় ছেলের পড়াশুনা নিয়ে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাহান আলী তার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাড়িতে আটকে রাখে। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়ার পর নিহতের স্বাজনরা লাশ নিয়ে বাড়ি চলে আসলে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের স্বামী পালাতক রয়েছে।
দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।