২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর হিজুলী গ্রামে কৃষকের ধান ক্ষেত কেটে তসরুপ করেছে প্রতিপক্ষ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
256
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বারাদি প্রতিনিধি । মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে এক কৃষকের ১ বিঘা জমির ধান কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার দিনগত রাতে হিজুলি গ্রামের নলগাড়ীর মাঠে মহসীন আলী ও মোজ্জেম হোসেন নামের দুই ভাইয়ের এক বিঘা জমির ধান ক্ষেত কেটে দিয়েছে তাদের প্রতিপক্ষ।

জানা যায় উক্ত জমি নিয়ে ক্ষতিগ্রস্তের ফুফাতো ভগ্নিপতি হযরত আলীর সাথে দীর্ঘদিন যাবত একটি মামলা বিচারাধীন রয়েছে মেহেরপুর আদালতে। আদালতের অনুমতি নিয়েই উক্ত জমিতে ধানের চাষ করে মহসীন আলী ও মোজ্জেম হোসেন।

ক্ষতিগ্রস্ত জমির মালিক মহাসিন আলী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তার প্রতিপক্ষ হযরত আলী ও তার ছেলেরা মিলে তার এক বিঘা জমির ধান গাছ কেটে বিনষ্ট করেছে। এ বিষয়ে তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram