চুয়াডাঙ্গায় পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক: আহত ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
আহত দুইজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালে আলমডাঙ্গা লক্ষিপুর গ্রামের কাচারিপাড়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত শিপন আলি(৩৭) আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের পাইকপাড়ার ইদ্রিস আলির ছেলে। আহতরা হল শিপনের ছোট ভাই রিপন ও পাখিভ্যান চালক ইকরামুল কবির।
জানা যায়, শুক্রবার সকালে শিপন ও রিপন মিলে পাখিভ্যান যোগে পাইকপাড়া থেকে ঢেউ টিন কেনার জন্য চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে আসছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা লক্ষিপুর গ্রামের কাচারিপাড়া ভূমি অফিসের সামনে পৌছালে আলমসাধু নিয়ন্ত্রণ পারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে শিপনকে মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।