গাংনীতে ফেন্সিডিল উদ্ধার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৪, ২০২১
123
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২ টায় উপজেলার কাজিপুর বার্ডার পাড়ার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু।
জাহাঙ্গীর আলম বর্ডারপাড়ার ছাকেম উদ্দীনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু জানান, কাজিপুর বার্ডার পাড়ার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে ফেন্সিডিল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম পালিয়ে গেলেও তার বসত বাড়ির রুম থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের ঘটনা গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।