১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর পিরোজপুরে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২২, ২০২১
175
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বারাদি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়নে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল তিনটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ম্যারাথন অনুষ্ঠান পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল ম্যারাথন এর উদ্বোধন করেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান, ইউপি সদস্য আরমান আলী, মুর্শিদকুলি মেগা, জয়নাল মিয়া, আরজান হোসেন, হিমাদুল , ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল।

এ সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের ১৫৪ জন ম্যারাথন বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয় এর সামনে থেকে দৌড় শুরু করে ৫ কিলোমিটার দৌড় শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ১০ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রথম হয়েছে গহরপুর গ্রামের জাবের আলী ছেলে ময়েন, দ্বিতীয় হয়েছে রাজনগর গ্রামের মিরাজুল ইসলামের ছেলে সাঈদ হোসেন, তৃতীয় হয়েছে গহরপুর গ্রামের রায়হানের ছেলে হাবিবুল্লাহ, চতুর্থ হয়েছে পিরোজপুর গ্রামের শাহিন মন্ডল এর ছেলে হাসিবুল, পঞ্চম হয়েছে পিরোজপুর পশ্চিম পাড়ার এনামুল ইসলামের ছেলে ওয়াইস করনী। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram