আলমডাঙ্গায় 'দ্বীন প্রচারে মাতৃভাষার ব্যবহার' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারীরিতে ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন' আলমডাঙ্গা দারুস সুন্নাহ নুরানী একাডেমীর হলরুমে 'দ্বীন প্রচারে মাতৃভাষার ব্যবহার' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সেমিনারটি হাফেজ মাহদী হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল সাড়ে দশটায় শুরু হয় এবং মাওলানা আকরাম হুসাইন সাইরাফির দুআর মাধ্যমে সাড়ে বারোটায় শেষ হয়।
মাহফিল উদ্দীন মানিকের উপস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন 'প্রাক্টিসিং মুসলিম' গ্রন্থের লেখক নাদিউজ্জামান খান রিজভী। তাছাড়া সংশ্লিষ্ট বিষয় স্বরচিত আরবি প্রবন্ধ পাঠ ও দেশাত্মবোধক নাশীদ উপস্থাপন করেন হাফেজ মাওলানা আনাস আব্দুল্লাহ। অনুষ্ঠানটিতে আরো বক্তব্য রাখেন, কারিমিয়া কেরাআতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ মারুফ বিল্লাহ, কাবিলনগর জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ খান, ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফি, আনন্দধাম মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমদাদুল হক, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, দারুস সুন্নাহ নুরানী একাডেমীর পরিচালক আশরাফুল আলম, দারুল ইসলাম নুরানী একাডেমীর শিক্ষক মাওলানা হারুনুর রশীদ প্রমুখ।
সেমিনারটিতে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।